শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সংহতি ও স্থিতিশীলতা বজায়ে সম্মত জিসিসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

আঞ্চলিক ‘সংহতি ও স্থিতিশীলতা’ বজায় রাখার লক্ষ্যে এক চুক্তিতে স্বাক্ষর করেছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। আজ মঙ্গলবার সউদী আরবে চলমান উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বার্ষিক শীর্ষ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সউদী আরব ঘোষণা দিয়েছে, প্রায় সাড়ে তিন বছরের তিক্ততা ভুলে কাতারের সঙ্গে স্থল ও আকাশ যোগাযোগ পুনঃস্থাপন করা হবে। ফলে সউদী আরবের পাশাপাশি মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের সঙ্গে যে ক‚টনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং স্থল, জল ও আকাশ যোগাযোগ স্থগিত করেছিল সেটি ফের স্বাভাবিক হতে চলেছে বলে আশা করা হচ্ছে। উপসাগরীয় এই চার দেশের অভিযোগ ছিল, দোহা অন্যান্য আপত্তিকর বিষয়ের পাশাপাশি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য অন্যতম হুমকি ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও কাতার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। সউদী আরব যখন উপসাগরীয় সঙ্কট সমাধানে এমন পদক্ষেপ নিয়ে এক মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করলো, তারপরও আঞ্চলিক সংহতি এখনো বহুদ‚র। আর এই চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তাও সুদ‚র পরাহত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবুধাবি এবং দোহার মধ্যে বিরোধটিই সবচেয়ে গভীর। দুই দেশের নেতারা আদর্শগতভাবে দুই দ্বীপের বাসিন্দা। আল-জাজিরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন