শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কৃষক বিক্ষোভ ইস্যুতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি

ভারতীয় সুপ্রিম কোর্ট হতাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে অব্যাহত কৃষক বিক্ষোভে অচলাবস্থা তৈরি হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, পরিস্থিতির কোনও ধরনের অগ্রগতিই হয়নি। প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, আদালতের উদ্দেশ্য ছিলো সরকার ও কৃষকদের মধ্যে আলোচনা উৎসাহিত করা। স¤প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কৃষি আইন বাতিলের দাবিতে গত নভেম্বর থেকে দিল্লি সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ভারতের লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। আইন বাতিলের দাবিতে কৃষকেরা অনড় থাকলেও সরকার চাইছে কৃষি আইনের সংস্কার। গত সোমবার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং ঠোমারের সঙ্গে সপ্তম দফা বৈঠকের পর কৃষান মজদুর সংহতি কমিটির নেতা সারওয়ান সিং পান্ধের সাংবাদিকদের বলেন, ‘কৃষিমন্ত্রী পরিষ্কার করে বৈঠকে বলেছেন আইন বাতিল হবে না। তিনি এমনকি আমাদের সুপ্রিম কোর্টে যেতে বলেছেন।’ এর দুই দিনের মাথায় কৃষি আইন চ্যালেঞ্জ করা এক পিটিশনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘আদালত চেয়েছে বিক্ষোভরত কৃষক ও সরকারের মধ্যে আলোচনা হোক। তবে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। আমরা পরিস্থিতি বুঝতে পারছি আর আলোচনা উৎসাহিত করছি।’ আদালতে অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল বলেন, ‘আমরা কৃষকদের সঙ্গে আলোচনা করছি। উভয় পক্ষের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি হওয়ার সুযোগ রয়েছে।’ সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘এই মুহ‚র্তে একটিস কার্যকর আলোচনা চলছে।’ গত সপ্তাহে ভারত সরকারের তরফে বলা হয়, কৃষকদের চারটি দাবির মধ্যে থেকে দুটি নিয়ে বোঝাপড়ায় সম্মত হয়েছে উভয় পক্ষ। ইলেক্ট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল এবং বায়ু মান দ‚ষণ নিয়ে শাস্তির আইন বাতিলে সরকার সম্মত হয়েছে বলে জানায় সরকার। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন