শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

১৪ জানুয়ারি ঢাকায় আসছেন জেমি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৭:৫৪ পিএম

সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জানুয়ারি মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লিগ শুরু পরের দিন সকালে নিজ দেশ ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। কাতারের দোহায় গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে ফিরতি ম্যাচ শেষে লাল-সবুজের ব্রিটিশ কোচ জেমি ছুটি কাটাতে ইংল্যান্ডে যান। ১৪ জানুয়ারি তিনি ফিরলেও তার আগেই বাংলাদেশে আসবেন জেমির সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। তিনি আজ সকালে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। সহকারী কোচ স্টুয়ার্টের সঙ্গে জেমির ঢাকায় আসার কথা ছিল। কিন্তু নতুন পাসপোর্ট তৈরিতে সময়ক্ষেপণ হওয়ায় এক সপ্তাহ পর আসবেন প্রধান কোচ। এক সপ্তাহের ব্যবধানে সহকারী কোচ ও প্রধান কোচ ঢাকায় আসলেও বিপিএলের খেলা দেখার জন্য অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে তাদের। কারণ, লন্ডন থেকে বাংলাদেশে প্রবেশকারী যে কারো জন্যই ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সেক্ষেত্রে বিপিএলের দ্বিতীয় রাউন্ড থেকে খেলা দেখার সুযোগ পাবেন ব্রিটিশ সহকারী কোচ ওয়াটকিস। আর প্রধান কোচ জেমি ডে’কে খেলা দেখার জন্য তৃতীয় রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে।

লন্ডন থেকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমি বলেন, ‘সম্ভবত ১৩ জানুয়ারি আমি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বো। ঢাকায় গিয়ে আমাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এর আগেরবারও আমি অনেকদিন কোয়ারেন্টিনে থেকেছি।’

বিপিএলের তিন রাউন্ড স্টেডিয়ামে বসে খেলা দেখতে না পারা প্রসঙ্গে ব্রিটিশ কোচ বলেন, ‘আমি যদি ১৩ জানুয়ারি রওয়ানা হই, তাহলে ২৭ জানুয়ারি হোটেল থেকে ছাড়া পাব। সমস্যা নেই, এ সময়টায় আমি টেলিভিশনেই লিগের ম্যাচগুলো দেখতে পারব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন