বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমাদের সম্পর্কটা আলাপের জায়গায় নেই-ন্যান্সি

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি আরেক সংগীত আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। গত বছরের ১০ জুলাই থানায় গিয়ে অভিযোগ দায়ের করার পর তা সম্প্রতি প্রকাশিত হয়েছে আসিফের আদালতে সমন পাওয়ার মধ্য দিয়ে। এ নিয়ে সঙ্গীতাঙ্গণে বেশ তোলপাড় চলছে। পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে। এ নিয়ে গত ৫ জানুয়ারি ন্যান্সি ফেসবুক লাইভে এসে তার বক্তব্য দেন। ন্যান্সি বলেন, একটি বিষয় অনেকেই বলছেন যে, মামলার দিকে না গিয়ে এটি নিজেদের মধ্যে সুরাহা করা যেতো। তবে তা করার সুযোগ ছিল না। প্রথমত আমি অনেক দেখেছি, দ্বিতীয়ত সময় নিয়েছি। কিন্তু তিনি (আসিফ) বার বার আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে অসম্মানজনক কথা বলেই যাচ্ছিলেন। তার এসব কথা যখন আর মানতে পারছিলাম না, তখন ভাবলাম এবার আমার কিছু করা উচিত। আর অনেকে বলছেন আলোচনা করা যেতো। আসলে আমাদের সম্পর্কটা আলাপের জায়গায় নেই। আর আলাপে বসে ঠিকঠাক করে নিলে কি তিনি আমার বিরুদ্ধে যে বদনাম করেছেন সেটা মিটে যেতো? না যেতো না। তাই আমি সব প্রমানসহ থানায় অভিযোগ দায়ের করেছি জুলাইয়ের ১০ তারিখ। পুলিশ দীর্ঘ সময় তদন্ত করেছে ও পরে কোর্টের সমন আসিফ আকবর পেয়েছেন। এদিকে আগামী ১৪ই ফেব্রুয়ারি ময়মনসিংহের এক নম্বর আমলি আদালতে আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে। সেদিন তিনি আদালতে হাজির হবেন এবং ন্যান্সির বাসায় খেতেও যাবেন বলে জানান। আসিফের এমন বক্তব্যে ন্যান্সি বলেন, আমি যদি সেদিন ময়মনসিংহ থাকি অবশ্যই তাকে এখানকার নামকরা মালাইকারি ও মন্ডা খাওয়াবো এবং দিয়েও দিবো। তিনি বলেন, শিল্পী আসিফ আকবরের সঙ্গে আমার কোনো রেশারেশি নেই, তার কথাগুলো আপত্তিকর। আর আমি ময়মনসিংহের মানুষ ও আমার যারা ভক্ত আছেন তাদের অনুরোধ করবো ১৪ই ফেব্রুয়ারী আমি থাকি বা না থাকি, আসিফ আকবর আসলে যেন তাকে সর্বোচ্চ সম্মানটা দেয়া হয়। তিনিও যেন দেখে যেতে পারেন ময়মনসিংহের মানুষ কতটা উদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abul kalam a Azad ৭ জানুয়ারি, ২০২১, ৬:৪৬ এএম says : 1
আমার জানা মতে নান্সি অতি ভদ্রমহিলা, সহজ সরল মহিলা, একজন সুনামধন্য সংগীত শিল্পী, নান্সি যেটা করেছে আমার মতে সঠিক করেছে, নান্সি কে আইনই সহযোগিতা দেওয়া উচিৎ,প্রশাসনের,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন