শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইউএনও কিভাবে সভাপতি হচ্ছেন -হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিভাবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হচ্ছেন-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রিটে বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ। কিন্তু তাদের বাদ দিয়ে উপজেলা নির্বাহী অফিসাররা কীভাবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হন ? মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয়সরকার সচিব,আইন সচিবসহ সংশ্লিষ্টদেরকে আগামি ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে হবে। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো.রাসেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন