শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএনপি’র ১৭৮ নেতা-কর্মীর জামিন

বাস পোড়ানো মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বাস পোড়ানো মামলায় বিএনপি’র ১৭৮ নেতা-কর্মীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো.হাবিবুল গনি এবং বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। অন্তর্বর্তীকালিন জামিনের মেয়াদ আগামি ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে জামিনলাভকারীদের বিচারিক আদালতে হাজির হতে হবে।
এ তথ্য জানিয়েছেন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, গত ১২ নভেম্বর ঢাকা-১৮ উপ-নির্বাচনে রাজধানীর বিভিন্ন এলাকায় ১১টি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়। এসব মামলায় বিএনপি’র ৭ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়
দলটির আইন সম্পাদক আরও জানান, গত ১৬ নভেম্বর ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছিলো। এর ধারাবাহিকতায় পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। ওইদিন শতাধিক নেতাকর্মী আগাম জামিন লাভ করেন। বাস পোড়ানোর মামলায়ও পৃথক মামলায় ১৭৮ জনের জামিন হয়। এজন্য পৃথক ৩৬টি আবেদনের ওপর শুনানি হয়। জামিনপ্রাপ্তদের মধ্যে শেখ রবিউল আলম রবি,শফিকুল ইসলাম মিল্টন, কমিশনার সিরাজুল ইসলাম, হারুন-অর-রশিদ শিশির,আতিকুর রহমান আতিক উল্লেখ যোগ্য। এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর অভিযোগে ১৩টি মামলায় প্রায় ২শ বিএনপি নেতাকর্মীকে জামিন দেন হাইকোর্ট। আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল,অ্যাডভোকেট মো.মাকসুদ উল্লাহ,কে.আর.খান পাঠান শুনানি করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন