বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৭:০৯ পিএম

সরকারের বেতন বাবদ প্রণোদনা প্যাকেজের মেয়াদ ছয় মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পে প্রথম দফার স্বল্প সুদের প্রণোদনার প্যাকেজের টাকা জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে পরিশোধের তাগাদা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ এই সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারো রফতানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে লকডাউন শুরু হওয়ায় পোশাকের দাম কমে গেছে।

চিঠিতে রুবানা হক বলেন, ক্রয় আদেশ বাতিলের ফলে কারখানাগুলোতে এখন চরম দুর্দিন। সরকারের সমর্থন ছাড়া, ধ্বংস হয়ে যাবে পোশাক শিল্প। এছাড়া প্রণোদনা তহবিল থেকে নেয়া ঋণ পরিশোধের সময় আরো এক বছর বাড়িয়ে মোট তিন বছর করার আহ্বান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন