শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারে ১০০ রোহিঙ্গা গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

 

মিয়ানমারের ইয়াংগুনে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০০ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো তথ্য জানাতে রাজি হয়নি। গ্রেফতারদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে বলে জানানো হয়। ২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনের নামে সেনা অভিযান শুরু হলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। এখনো প্রায় ছয় লাখ রোহিঙ্গা মিয়ানমারে বসবাস করছে। সেখানে যাদের চরম জাতিবিদ্বেষের শিকার হতে হচ্ছে। এই রোহিঙ্গাদের বেশির ভাগই হয় ক্যাম্পে, না-হয় গ্রামের ভেতর বন্দিজীবন কাটাতে হচ্ছে। গত কয়েক বছর ধরে মিয়ানমার পুলিশ রাখাইন রাজ্য ছেড়ে বের হওয়ার অভিযোগে শত শত রোহিঙ্গাকে কারাবন্দি করেছে বা যুব সংশোধনাগারে পাঠিয়েছে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন