শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হামলা ‘বড় লজ্জা’ হলেও বিস্ময়কর নয় : ওবামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার জন্য ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবারের এ ঘটনা মার্কিনিদের জন্য বড় অসম্মান ও লজ্জার বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের দায়ী করে ওবামা বলেছেন, এটি আমাদের জাতির জন্য বড় অসম্মান ও লজ্জার। তিনি আরও বলেন, আইনসঙ্গত একটি নির্বাচনের ফলাফলের ব্যাপারে ভিত্তিহীন ভাবে অব্যাহত মিথ্যা বলে চলা ট্রাম্প তার সমর্থকদের এমন ঘটনার ব্যাপারে উৎসাহিত করেন। ফলে এখন আমাদের এমন পরিণতি দেখতে হচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই চরম অবনতির দিকে যাচ্ছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবন ক্যাপিটলে নজিরবিহীন হামলার ঘটনা রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে ঘটেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক যৌথ অধিবেশনে নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে, এ সময় অন্তত চার জন নিহত হন। ২০০ বছরের বেশি সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীকের ওপর চালানো সবচেয়ে মারাত্মক হামলা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ হামলার ঘটনার পর এক বিবৃতিতে দেওয়া প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট ওবামা বলেন, “ক্যাপিটলে আজকের সহিংসতার ঘটনা আমাদের জাতির জন্য বড় ধরনের অসম্মান ও লজ্জার ম‚হুর্ত হিসেবে ইতিহাস ঠিক মনে রাখবে, যা উস্কে দিয়েছেন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যিনি একটি বৈধ নির্বাচনের ফল নিয়ে ভিত্তিহীনভাবে মিথ্যা বলে চলছেন।” রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন