বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নাইজেরিয়ান নাগরিকের জামিন আপিল বিভাগে বহাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

পাসপোর্ট জমা রাখার শর্তে নাইজেরিয়ান নাগরিক আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টে জামিন আদেশের বিরুদ্ধে সরকারপক্ষীয় আবেদন খারিজ করে গতকাল বৃহস্পতিবার প্রবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বিএম ইলিয়াস কচি। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। শিক্ষার্থী ভিসায় ২ বছর আগে বাংলাদেশে আসেন নাইজেরিয়ান নাগরিক আজাহ। বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এক পর্যায়ে গার্মেন্ট ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ের জন্য ব্যাংকক, মালয়েশিয়া, ভারত, উগান্ডা, কেনিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাতায়াত করতেন। পরে এর আড়ালে নতুন মাদক আইসের (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন) কারবার শুরু করেন। ২০১৯ সালের ২৮ জুন রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা শাখা) মো. মোসাদ্দেক হোসেন রেজা। মাদক কেনার ফাঁদ পেতে ২৭ জুন রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের পাশ থেকে ৫০গ্রাম আইসসহ তাকে আটক করা হয়। পরে ভাটারা এলাকার বাসা থেকে আরও ৪৭২ গ্রাম আইস জব্দ করা হয়। তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাইকোর্ট ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তাকে জামিন দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করে সরকার পক্ষ। আপিল বিভাগ বিচার শেষ না হওয়া পর্যন্ত তার পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন বহাল রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন