মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জয়সুরিয়ার ‘হঠাৎ’ অবসর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

শেহান জয়সুরিয়া। শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে ভালো মতোই প্রতিষ্ঠিত করেছিলেন। বয়সটাও বেশি নয়। মোটে ২৯। আর সেই বাঁহাতি ব্যাটসম্যানই আচমকা বিদায় বলে দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটকে। লঙ্কান ক্রিকেটকে তার বিদায় বলে দেওয়ার কারণ অবশ্য চোট বা মানসিক নয়। পুরোপুরি পারিবারিক! পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যাচ্ছে বলেই তিনি লঙ্কান ক্রিকেটের মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমন তথ্যই জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
২০১৫ সালে অভিষিক্ত শেহান এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩০টি। সর্বোচ্চ স্কোরও ছিল ৯৬, পাকিস্তানের বিপক্ষে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। ২০০৯ সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত ৮০টি ম্যাচ খেলেছেন। যেখানে গড় ৪২। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন শেহান। তার দল ছিল টুর্নামেন্ট রানার্স আপ গল গ্ল্যাডিয়েটর্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন