শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনের বাইরে থাকা দশ লাখ ব্রিটিশ নাগরিক লকডাউনের কারণে সঙ্কটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১০:০৭ পিএম

ব্রিটেনের বাইরে থাকা দশ লাখ ব্রিটিশ নাগরিক লকডাউনের কারণে এখন নানা সঙ্কটে পড়েছে। যুক্তরাজ্যের পরিবহণমন্ত্রী জানিয়েছেন, করোনা পরীক্ষা ছাড়া কাউকেই দ্বীপটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি আগতরা ব্রিটিশ নাগরিক হলেও নয়। -ডেইলি মেইল

কোনও ভ্রমণকারী করোনা পরীক্ষা না করলে বা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে না পারলে দিতে হবে ৫০০ ডলার জরিমানা। এয়ারলাইন্স ও অন্যান্য কর্মীদের পরীক্ষা ছাড়া প্রে শেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোভিড পরীক্ষায় পজিটিভ থাকলে নতুন নিয়ম মোতাবেক যাত্রীদের দশ দিনের জন্য আলাদা থাকতে হবে । পরিবহন মন্ত্রী গ্র্যান্ড শেপস বলেছেন, ভাইরাসের নতুন স্ট্রেইন আসাতে আমাদের আরও সতর্ক থাকতে হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আশা যাত্রীদের বাধ্যতামূলক কোরান্টাইনে থাকতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন