রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে বিমান দুর্ঘটনা, ফ্লাইট বন্ধ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৪:৪২ পিএম | আপডেট : ৫:১৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২১

রাজশাহীতে বিমান দুর্ঘটনা, ফ্লাইট বন্ধ
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় বিমান অবতরণের সময় চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার পর থেকে বিমানবন্দরটিতে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে।


সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, শনিবার (৯ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩ টায় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (মডেল নং- S2AFK) অবতরণের সময় হার্ড ল্যান্ডিং এর কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যায়।

প্রশিক্ষণ বিমানের আরোহীদের মধ্যে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চীফ ইন্সট্রাক্টর পাইলট ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী সুস্থ আছেন। দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িক ভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন