মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উগান্ডায় মানবাধিকার পরিস্থিতির অবনতিতে জাতিসংঘের উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

উগান্ডায় আসন্ন জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আগামী ১৪ জানুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে শুক্রবার দেয়া এক বিবৃতিতে দেশটিতে জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘১৪ জানুয়ারি নির্বাচনকে ঘিরে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শঙ্কা কেবল ভোটের দিনটিকে ঘিরেই নয়, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়েও যথেষ্ট শঙ্কা রয়েছে।’ জানা গেছে, দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনিকে ক্ষমতাচ্যুত করতে লড়ছেন ১১ প্রার্থী। গত ৩৫ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। তাদের মধ্যে দেশটির জনপ্রিয় সঙ্গীতশিল্পী ক্যাগুলানিও রয়েছেন। জাতিসংঘ মানবাধিকার সংস্থা বলছে, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বেশকিছু আইন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। পাওয়া গেছে গণগ্রেফতার, আটক এবং নির্যাতনের খবরও। গত বছরের ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যেই প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্যাগুলানিকে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গা ও প্রতিবাদে অন্তত ৫৫ জন নিহত হয়। এসব ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে আশঙ্কাকে আরও ঘনীভূত করছে বলে মনে করেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার মুখপাত্র। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন