বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১:৩৫ পিএম

পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে প্রায় একাধিক শহরে একইসঙ্গে বিদ্যুৎ চলে যায়। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতানসহ একাধিক শহর। পাক-অধিকৃত কাশ্মীরেও অন্ধকার নেমে আসে। মোবাইল ও ইন্টারনেট সব সব ধরনের জরুরি পরিষেবা ব্যাহত হয়। এমনকি সংযোগ চলে যায় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও। খবর দ্য ডন।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটবার্তায় জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পুরো পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে।’
এক টুইটবার্তায় দেশটির বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান জানান, ন্যাশনাল পাওয়ার গ্রিডে ত্রুটির কারণে বাঁধাগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও কয়েক ঘণ্টা। সূত্র : দ্য ডন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন