শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

র‌্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৬:১৫ পিএম

রাজশাহীর মহানগরীর দামকুড়া থানাধীন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মিজানুর রহমান (২২) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহমপুর গ্রামের মেছের আলীর ছেলে। গতকাল রোববার বিকেলে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, রোববার বিকেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী শারমিন পরিবহন নামের একটি লোকাল বাসে চড়ে ব্যাগের মধ্যে করে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বাসটি গোপালপুর মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল যাত্রীবাহী বাসটিতে তল্লাশী চালিয়ে ওই মাদক ব্যবসায়ীর ব্যাগের মধ্যে থাকা ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ও তাকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন