বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রতিপক্ষের ব্যানার নিয়ে গেল কুবি ছাত্রলীগ

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১১:৩৩ পিএম

আওয়ামী লীগের এক যুগ পূর্তি উপলক্ষে লাগানো একপক্ষের ব্যানার নিয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকারের ১ যুগ পূর্তি উপলক্ষে দক্ষিণ মোড়ে ভ্যানচালকের মাধ্যমে ব্যানার পাঠায় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী ও ছাত্রলীগ কর্মী আবুল হাসান। পরে বিষয়টি জানতে পেরে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে চলে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কুবি শাখার সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী।

এ বিষয়ে রেজা-ই-ইলাহী জানান, আওয়ামীলীগের এক যূগ পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগাতে আমাদের লোক গেলে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ব্যানারগুলো ছিড়ে ফেলে এবং ছিনিয়ে নিয়ে যায়। এর মাধ্যমে তারা ছাত্রলীগকে ব্যাক্তিকেন্দ্রিক করে ফেলছে।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, 'ব্যানারগুলো কেউ নিয়ে গেছে বলে শুনেছি। হতে পারে তারা নিজেরাই ব্যানারগুলো নিয়ে গিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে। তবে যাদের ব্যানার তারা শাখা ছাত্রলীগের কেউ না।'

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, 'বিষয়টি আমি একটু আগে জানতে পেরেছি। শাখা ছাত্রলীগের নেতা-কর্মী না হয়েও নাম ব্যাবহার করায় সেখানে উপস্থিত শাখার নেতা-কর্মীরা বিশৃঙ্খলা এড়াতে ব্যানার-ফেস্টুন গুলো নিয়ে যায়।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন