শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পাহাড় কাটায় এস আলম গ্রুপকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

নির্বিচারে পাহাড় কাটার দায়ে এস আলম গ্রুপকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। অধিদফতরের মহানগর কার্যালয়ে শুনানি শেষে রোববার এস আলম গ্রুপের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. জাহেদুল ইসলামকে পরিবেশগত এ ক্ষতিপূরণের (জরিমানা) আদেশ দেন মহানগর পরিচালক মো. নূরুল্লাহ নূরী। জরিমানার টাকা সাত দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। মো. নূরুল্লাহ নূরী বলেন, নগরীর আসকারদীঘি পাড়ের গ্রিন্ডলেজ ব্যাংকের পাহাড় হিসেবে খ্যাত পাহাড়টি কেটে স্থাপনা নির্মাণের কাজ করছিল এস আলম গ্রুপ। আমরা পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই। পরিদর্শন করে ১২ হাজার ঘনফুট পাহাড় কাটার সত্যতা পাই। নির্ধারিত দিনে শুনানি শেষে তাদের ১২ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এদিকে গতকাল সোমবার সীতাকুন্ডের সোনাইছড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর এন্ড ব্রাদার্স নামে একটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন