শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মোকতারের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর শিরোটোলা গ্রামের দরিদ্র ভ্যানচালক মোকতার হোসেন (৪০) কোলন ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় আহ্সানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আহসান সামীরের অধীনে গত ৬ মাসে ৫টি কেমোথেরাপি শেষ করে অপারেশন করা হয়। বর্তমানে ক্যান্সারের জীবাণু শরীরে ছড়িয়ে পড়েছে তাই আরও ৬টি কেমো দেয়া জরুরি বলে ডাক্তার জানান। প্রতিটি কেমো ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। এই চিকিৎসা নিতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন।
৩ সন্তানের জনক মোকতার। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ ও স্ত্রী-মা-বাবাসহ সাত জনের ভরণপোষণের খরচ জোগাতেই হিমশিম খেতে হয়। তার ওপর দীর্ঘদিন চিকিৎসা খরচ মাথার ওপর কঠিন বোঝা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার কোন অবস্থা তার ও তার পরিবারের নেই। এমতাবস্থায় বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মোঃ মোকতার হোসেন
সঞ্চয়ী হিসাব নম্বর-১১৬০৩
ইসলামী ব্যাংক লি.
রহনপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইল : ০১৭৮৮-৮৫৭১৯৫ (বিকাশ)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন