শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম রাউন্ড বঙ্গবন্ধুতে

কাল থেকে প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে গতপরশু শেষ হয়েছে মৌসুমসূচক ফেডারেশন কাপ ফুটবল। মাত্র দুই দিনের বিরতির পর আগামীকাল উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করবে ফেড কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের খেলা হবে ৪টি ভিন্ন ভেন্যুতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কুমিল্লার পাশাপাশি এবার খেলা হবে গাজীপুরের টঙ্গী ও মুন্সিগঞ্জে। শেষের দুটি ভেন্যুই প্রিমিয়ার লিগে প্রথম। লিগের ১২তম আসরে প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে অভিষেক হবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামের। তবে লিগের প্রথম রাউন্ডে ঢাকার বাইরের কোনো ভেন্যুতে খেলা হচ্ছে না। প্রথম রাউন্ডের ৬ ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি যে খসড়া স‚চি তৈরি করেছে সেখানে প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ রাখা হয়েছে বঙ্গবন্ধুতে।
লিগ শুরু হবে যথারীতি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে। ১৩ জানুয়ারি তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। পরদিন আবাহনী খেলবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ১৫ জানুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে ব্রাদার্সের বিপক্ষে। ১৬ জানুয়ারি ফেডারেশন কাপের নতুন রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগ মিশন শুরু করবে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের দিন মাঠে নামবে মোহামেডান- তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ১৮ জানুয়ারি প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। প্রথম রাউন্ডে খেলা নেই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ থাকায় ওই তিন দিন প্রিমিয়ার লিগে খেলা শুরু হবে রাত ৮টায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন