মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উচ্ছ্বসিত রাহানে, কষ্ট পেইনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

সিডনি টেস্টে স্রোতের বিপরীতে লড়াই করে দারুণ এক ড্র করেছে ভারত। তাদের দুই টেলএন্ডার হনুমা ভিহারি ৪০ ওভারেরও বেশি ব্যাট করে অস্ট্রেলিয়াকে জয় বঞ্চিত রাখেন। এমন জয়ে উচ্ছ্বসিত সফরকারী দল। টিকে থাকার লক্ষ্য নিয়েই পঞ্চম দিন মাঠে নামে ভারত, এমনটা জানান অধিনায়ক আজিঙ্কা রাহানে। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেন, ‘সকালে মাঠে নামার আগে ফলের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মাথায় ছিল আমাদের। পুরো ম্যাচে বিশেষ করে আজকে আমরা যেভাবে লড়াই করেছি সেটা নিয়ে আমি খুবই খুশি। বিহারি ও অশ্বিনকে কৃতিত্ব দিতেই হয়। যেভাবে তারা ব্যাট করেছে ও শেষ দিকে দৃঢ়তা দেখিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য।’
নিজেদের পক্ষে এই ম্যাচটিকে এভাবে ফসকে যেতে দেখে অত্যন্তক্ষুব্ধ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। এমনকি, নিজেও ফেলেছেন হনুমা বিহারীর ক্যাচ। সব মিলিয়ে এই টেস্ট ম্যাচ ভুলতে চাইবেন পেইন, তা বলাই যায়। এই ড্র একেবারেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। ম্যাচ শেষে পেইন বলেছেন এই ড্র সহ্য করা খুবই কঠিন। যদিও বোলারদের প্রশংসা করেছেন অজি অধিনায়ক, ‘আমার মনে হয়েছে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম ম্যাচ জেতার জন্য, এটা খুবই কঠিন একটি ড্র আমাদের পক্ষে সহ্য করার। আমাদের বোলাররা দারুণ খেলেছে। লায়ন ভালো বল করেছেন। শুধু আমরা ক্যাচগুলি ধরতে পারিনি। তবে, এই ম্যাচে ব্যাটিং ভাল হয়েছে। ব্রিসবেন টেস্টের অপেক্ষায় আছি।’
চতুর্থ ইনিংসে ভারতের ড্র যোগ হয়েছে তাদের দলীয় মাইলফলকে। ১৯৮০ সালের পর এই প্রথম কোনো টেস্টের চতুর্থ ইনিংসে এটিই ভারতের সবচেয়ে দীর্ঘ ইনিংস। ড্র হওয়া ম্যাচে চতুর্থ ইনিংসে ভারতের সবচেয়ে বেশি ইনিংস ব্যাট করার তালিকায় সিডনি টেস্ট আছে পাঁচ নম্বরে। এমন জয়ে স্বাভাবিক ভাবেই অভিনন্দনের জোয়ারে ভাসছে ভারতীয় দল। কিংবদন্তি শচিন টেন্ডুলকার শুভেচ্ছা জানান টুইটারে। ঋশাভ পান্ত, চেতেশ্বর পুজারা, রবিচন্দ্রন অশ্বিন ও হানুমা ভিহারিকে অভিনন্দন জানিয়ে মাস্টার ব্লাস্টার লেখেন, ‘টিম ইন্ডিয়াকে নিয়ে অত্যন্ত গর্বিত। বলতে পারেন এরপর কোন ড্রেসিং রুমের মনোবল উঁচু থাকবে?’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন