পরিকল্পনা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজা আখতারকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপর আদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ণ করা হয়। চাকরির বয়স শেষ হওয়ায় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামকে আগামী ১৪ জানুয়ারি থেকে অবসর প্রদান করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন