বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা জানোয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পোড়ামন-টু, এবং দহন সিনেমার নির্মাতা রায়হান রাফি এবার নির্মাণ করেছেন বাস্তব ঘটনা অবলম্বনে ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। সিনেমাটি আগামী ১৪ জানুয়ারী দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে মুক্তি পাচ্ছে। নির্মাতা জানিয়েছেন, করোনাকালে খুন ও গণ ধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাশেদ মামুন অপু, তাসকি রহমান, ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আর এ রাহুল, জামশেদ শামীম, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আরিয়া অরিত্র সহ অনেকে। ৯০ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজের টার্ন কমিউনিকেশনের ব্যানারে। রায়হান রাফি বলেন, সিনেমার গল্প বলতে চাই না। তবে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছি। ৯০ মিনিটের সিনেমা এটি। ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর ব্যাপ্তি মেনেই অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেছি। তাই একে ওটিটি ফিল্ম বলতে চাই। একটি সিনেমায় যা যা থাকে এখানেও তাই আছে। তিনি বলেন, আমাদের চারপাশে অনেক অনাকক্সিক্ষত ঘটনা অহরহ ঘটছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ করেছি। নতুন করে এমন ঘটনা যাতে না ঘটে সেই প্রত্যাশা করছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন