শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্রাহ্মণবাড়িয়ায় সমবায় কর্মকর্তার অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমবায় কর্মকর্তার দুর্নীতির প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে দুটি মৎস্য সমবায় সমিতি। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ইবনেসিনা ইসলামী সঞ্চয় ঋণদান কো-অপারেটিভ সোসাইটি ও রামচন্দ্রপুর ফতেপুর মৎস্যজীবি সমিতির নামে দুটি সমিতির উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইবনেসিনা ইসলামী সঞ্চয় ঋণদান কো-অপারেটিভ সোসাইটির সভাপতি নাজির হোসেন ভ‚ইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজার শাহীন আক্তার ভ‚ইয়া, রামচন্দ্রপুর ফতেপুর মৎস্যজীবির সভাপতি মারফত আলী, সদস্য জসীম উদ্দিন, সুজন চক্রবর্তী, রাকিব আল হাসান প্রমুখ। এ সময় বক্তরা অভিযোগ করে বলেন, সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকেই চাঁদার জন্য বেপোরোয়া হয়ে ওঠে। কখনো দিবস পালনের নামে চাঁদা আদায়, আবার কখন বড় কর্তার ভয় দেখিয়ে কিংবা অফিস সিলগালা করার হুমকি দিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা নিয়েছেন।
এ বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা এই দুর্নীতিবাজ সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেনের বিচার চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন