বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ায় রেস্টুরেন্টে হামলা, নিহত ৭

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সাগর পাড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টে বোমা ও বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। হামলার শুরুতে রেস্টুরেন্টের বাইরে গাড়িবোমা বিস্ফোরিত করা হয়। সোমালিয়া পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, লিডো এলাকায় বানাদির বিচ ক্লাবের বাইরে প্রথমে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এর পরই ভবনে প্রবেশ করে বন্দুকধারীরা। গত ব্রহস্পতিবার রাতে ছয় ঘণ্টার অভিযানে দুই হামলাকারী নিহত হয়। তাছাড়া এক হামলাকারীকে গ্রেফতার করার কথাও জানিয়েছে নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করেনি। তবে জঙ্গি গোষ্ঠী আর শাবাব মোগাদিসুসহ সোমালিয়ার বিভিন্ন জায়গায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। চলতি বছরের শুরুতে লিডো সৈকতের একটি রেস্টুরেন্টে আল শাবাবের হামলায় ১৭ জন নিহত হয়। আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল শাবাবকে ২০১১ সালের আগস্টে সোমালিয়া থেকে উচ্ছেদ করা হয়। তবে এখনও সোমালিয়ার দক্ষিণাঞ্চলে জঙ্গি গোষ্ঠীটির তৎপরতা রয়েছে। খবরে বলা হয়, লিডো এলাকার বানাদির বিচ ক্লাবের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরণের পর অস্ত্রধারীরা ওই ভবনে ঢুকে গুলি চালায়। নিরাপত্তা বাহিনী বলছে, রাতভর ছয়ঘণ্টা অভিযান চালিয়ে তারা দুই হামলাকারীকে হত্যা করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন