কর্পোরেট ডেস্ক : ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব থেকে স্কটল্যান্ডের অর্থনীতিও সুরক্ষিত নয়। বরং ব্রেক্সিটের কারণে ২০৩০ সাল নাগাদ স্কটিশ সরকারের কর রাজস্ব প্রায় ১৩ শতাংশ কমে যাবে বলে জানিয়েছেন আধা স্বায়ত্তশাসিত দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য উদ্ধৃত করে স্কটল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রেক্সিটের ফলে ২০৩০ সাল নাগাদ স্কটল্যান্ডের জিডিপি কমে দাঁড়াবে ১ হাজার ৪৮০ কোটি ডলার। যদিও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাকি ২৭ সদস্যের সঙ্গে যুক্তরাজ্য সরকারের ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক বিষয়গুলো কেমন দাঁড়ায়, তার ওপর বিষয়টি নির্ভর করবে। এছাড়া কর আয় বছরে ৩৭০ কোটি ডলার কমবে। নিকোলা স্টারজন এ প্রসঙ্গে আরো জানান, স্কটল্যান্ডের অর্থনীতিকে সুরক্ষিত রাখার একমাত্র উপায় হচ্ছে একক বাজারের একটি অংশ হয়ে থাকা। এ অবস্থায় ইইউর সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমার সরকার এজন্য সম্ভাব্য সবকিছুই করবে। জুনে ব্রেক্সিট ভোটের পর ইইউতে থাকার প্রচেষ্টা হিসেবে নিজেদের স্বাধীনতার ইস্যুতে আবার গণভোটের আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্টারজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন