বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুর পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ৭:৫৪ পিএম

টাঙ্গাইলের সখিপুর পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে সংরক্ষিত এক মহিলা কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার সকালে আদালতের নির্বাহী হাকিম, উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার চিত্রা শিকারী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে সংরক্ষিত মহিলা আসন ৩ ( ৭,৮,ও ৯নং ওয়ার্ডের) জবাফুল প্রতীকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোছা: আর্জিনা নিয়মবহির্ভূত ভাবে মোটর সাইকেল শোভাযাত্রা বের করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়।

এ অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। আদালতের নির্বাহী হাকিম ও রিটানং অফিসার চিত্রা শিকারী জানান স্থানীয় সরকার ও পৌর আইন ৯ এর ৩১ ধারায় ঐ মহিলা কাউন্সিলর প্রার্থীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামী ৩০ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন