বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোস্টগার্ডের অভিযান মদ ও জাটকা আটক

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বরিশালে কোস্ট গার্ড অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিপুল পরিমান জাটকা আটক করেছে। গতকাল কোস্টগার্ডের ২টি টিম চরহোগলা সংলগ্ন করই নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। বরিশাল কোস্টগার্ডের এফায়েজ (গোয়েন্দা) মো. আবু তালহা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বরিশাল ও বিসিজিএস বগুড়ার সমন্বয়ে যৌথ টিম চরহোগলা সংলগ্ন করই নদীতে অভিযান চালিয়ে ১১০ মণ জাটকাসহ একটি স্টিল বডি ট্রলার আটক করে। একই টিম করই নদীতে ‘এমভি সুপার সনিক’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ, ৫শ’ গ্রাম গাঁজা ও ৯০ পিস ইয়াবা আটক করে।
পরবর্তীতে বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এবং বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ও সিসিএমসির স্টেশন অফিসারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জাটকা বরিশালের বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন