শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গুলশানে ভবনে বিস্ফোরণ একজনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর গুলশানে ইম্পিরিয়াল ফাইন্যান্স নামে ১৪ তলা একটি ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস বলেছে, ভবনটির কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) এই বিস্ফোরণ হয়। ভবনের ছাদ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গতকাল ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, গতকাল দুপুর দুইটার দিকে ভিসা সেন্টারে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। পরে ১৪ তলা ভবনের সেন্ট্রাল এসি ব্যবস্থার কন্ট্রোল রুমে (ভবনের ছাদে) গিয়ে একজনের লাশ পাওয়া যায়। কন্ট্রোল রুম থেকে সংঘটিত বিস্ফোরণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ভবনটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলায় ভিসা সেন্টারে আগুন লেগে যায়। এতে ভবনে কর্মরত পাঁচ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন