বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ নিয়ে পর্দায় ফিরছেন পরিণীতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ২:০৩ পিএম

ব্রিটিশ লেখক পওলো হকিন্সের ২০১৫ বেস্টসেলার উপন্যাস ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এর উপর ভিত্তি করে সিনেমাটি পরিচালনা করেছেন ঋভু দাশগুপ্ত। থ্রিলার ঘরানার এই সিনেমায় পরিণীতিকে দেখা যাবে ব্যস্ত লন্ডন শহরের কোনও এক রহস্য উন্মোচনের চেষ্টা করতে।

বহুদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, তবে রুপালী পর্দায় নয় ওটিটি প্ল্যাটফর্মে। পরিচালক ঋভু দাশগুপ্তের সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এ দেখা মিলবে পরীর। অবশেষে মুক্তি পেল এই ‍সিনেমার টিজার। হলিউড-এর বিখ্যাত সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’এর অফিশিয়াল রিমেক এই সিনেমা। যা পরিচালনার দায়িত্বে ছিলেন টেট টেয়লর।

সিনেমাটিতে একজন মদ্যপ মহিলা ভূমিকায় দেখা যাবে পরিণীতি চোপড়াকে। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী, সদ্য চাকরী হারানো মদ্যপ এক ডিভোর্সির ভূমিকায় রয়েছেন তিনি। যে-কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়াই একদিন ট্রেনে উঠে পড়ে। আচমকা একটা ঘটনার সম্মুখীন হয় সে। এরপরই গল্পের টুইস্ট। সিনেমাটিতে পরিণীতি ছাড়াও অভিনয় করছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি, অবিনাশ তিওয়ারি প্রমুখ।

সিনেমাটির পরিচালক ঋভু দাশগুপ্ত জানিয়েছেন, ‘এই থ্রিলার ছবিতে আমি চেয়েছি মানুষের কিছু অনুভূতি আর রহস্য তুলে ধরতে। যেখানে রয়েছে মানুষের প্রতি মানুষের প্রত্যাখ্যান, একাকীত্ব, বিরহ আর প্রতিদিনের জীবনযাপন’। রিলায়েন্স এন্টারটেনমেন্ট প্রযোজিত এই অ্যাকশন থ্রিলার।

‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ মুক্তির কথা ছিলো ২০২০ সালে। কিন্তু করোনার জেরে মুক্তি পিছিয়ে যায়। আগামী ২৬ জানুয়ারি ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।


সূত্রঃ হিন্দুস্থান টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন