বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফের বাহারছড়া শামলাপুর ২৩ রোহিঙ্গা ক্যাম্পটি বন্ধ করে দেয়া হচ্ছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৪:৫০ পিএম

টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনায় এবং পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।

টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বর্তমানে অবস্থানরত শরনার্থীদের উখিয়া টেকনাফ এর বিভিন্ন ক্যাম্পে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হচ্ছে।

এ প্রক্রিয়ার অংশ হিসাবে বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ১৪৪টি পরিবারের ৬৭০জন রোহিঙ্গা শরনার্থীকে উখিয়ার ২০ নম্বর শরণার্থী ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারী বিকেল ৩টার পর ৯টি বাস ও ৪টি ট্রাকে করে তাদের উখিয়ায় স্থানান্তর করা শুরু হয়েছে। এ স্থানান্তর প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন