সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা আঁচল। একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। ইতিমধ্যে আয়না, চিৎকার, কাজের ছেলে ও কর্পোরেট নামে চার চারটি সিনেমার কাজ শেষ করেছেন। আঁচল বলেন, কিছু একটা করার চেষ্টা করছি। ক্যারিয়ারের শুরু থেকেই কাজের প্রতি নিবেদিত। সব সময় কাজকে অগ্রাধিকার দিয়েছি। পরিশ্রম করেছি। যার ফল পাচ্ছি। এখন কাজে আরও মনোযোগী হয়েছি। আশা করি, এর ফলও পাবো। আঁচল জানান, ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে সিনেমাগুলো মুক্তি দেয়া হবে। এদিকে আচল এখন মিজানুর রহমান লাবুর ‘যমজ ভূতের গল্প’ সিনেমার কাজ করছেন। এর শুটিং শ্রীমঙ্গলে হচ্ছে। এছাড়া আরো বেশ কিছু সিনেমার কাজের কথা-বার্তা চলছে। সম্প্রতি প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্মেও অভিনয় করেছেন তিনি। এর নাম ও জান রে। আঁচল বলেন, খুবই চমৎকার একটা কাজ হয়েছে। এ মাসেই এটি মুক্তি দেয়া হবে। আশা করি কাজটি সবার ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন