শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলবিরোধী মন্তব্য করায়...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

ইসরাইল জেরুজালেমে আল-আকসা মসজিদ ধ্বংস করার চেষ্টা করছে- এমন মন্তব্য করে সাময়িক বরখাস্ত হলেন যুক্তরাজ্যে ডেপুটি মেয়র কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ। তিনি লন্ডন নিউহাম কাউন্সিলের লিটল ইলফোর্ড ওয়ার্ডের নির্বাচিত সদস্য। এর আগে দেশটির অনেক রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি ইসরাইল বিরোধী মন্তব্য করে বরখাস্ত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভ‚ত ব্যারিস্টার নাজির আহমদ ২০১৭ সালের ১৭ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রাফিটি শেয়ার করেন। পোস্টে তিনি ইসরাইলকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরসহ বিভিন্ন পরামর্শ দেন। যা জুইস নিউজে ও নিউহাম রেকর্ডারে রিপোর্ট করা হয়েছে। পোস্টের প্রায় ২ বছর পর ইংল্যান্ডে আইন পেশা ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত সিলেটের এই কৃতিসন্তানকে বহিষ্কার করা হলো। প্রসঙ্গত, তিনি ২০১৮ সালে লিটল ইলফোর্ড ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। ডেপুটি মেয়র নাজির আহমদ আইন পেশা ও সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য ফ্রিডম অফ দ্যা সিটি অব লন্ডন সম্মানের ভ‚ষিত হন। নিউহ্যাম রেকর্ডার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন