মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সশস্ত্র সৈন্যের অবস্থান কংগ্রেসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিñিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে এবং শত শত সশস্ত্র সৈন্য অবস্থান নিয়েছে কংগ্রেসে। ন্যাশনাল গার্ডকে সতর্ক করে বলা হয়েছে, যারা গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলা চালিয়েছে আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেকের সময়ও এমন হামলা চালাতে পারে। সেই সঙ্গে বিস্ফোরক সামগ্রী ও সশস্ত্র হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে ন্যাশনাল গার্ড। ওয়াশিংটনের নিরাপত্তায় অন্যান্য বাহিনীকে সহায়তা করতে এখন পর্যন্ত ২০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দেয়া হয়েছে। সেনা সদস্যদের বন্দুক, রাইফেলসহ সুরক্ষাম‚লক সামগ্রী বহনের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে, শত শত ন্যাশনাল গার্ডের সদস্যরা সশস্ত্র সজ্জিত অবস্থায় ক্যাপিটল ভবনের মেঝেতে শুয়ে আছেন। সেখানেই এখন দিন-রাত পার করছেন তারা। ডেইলি মেইল, এপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন