শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রামমন্দির নির্মাণে ৫ লাখ টাকা দিলেন ভারতের প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অযোধ্যা রাম মন্দিরের জন্য ৫ লাখ টাকার চেক তুলে দিলেন ট্রাস্টের সদস্যদের হাতে। গতকাল থেকেই শুরু হল রাম মন্দিরের জন্য চাঁদা সংগ্রহের কাজ। আর সবার আগে দান করলেন প্রেসিডেন্ট। অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্ট এদিন থেকেই মন্দিরের জন্য চাঁদা সংগ্রহের কাজ শুরু করেছে। এই অভিযান চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সারা ভারতের মানুষের কাছে পৌঁছে যাবে বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকরা। ১০ টাকা থেকে শুরু করে ১০০০ বা তার বেশিও চাইলে এ ট্রাস্টে দান করতে পারবেন মানুষ। এর বদলে সকলকে কুপন দেওয়া হবে মন্দিরের তরফ থেকে। এমনকি ২০০০ টাকার বেশি যারা দান করবেন তাঁদের জন্য থাকবে বিশেষ কুপন ব্যবস্থা। মিলবে আয়করেও ছাড়। নিউজ১৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন