বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ৭:২৯ পিএম

অতিরিক্ত ফি প্রত্যাহার সহ ৪ দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। শনিবার নগরীর এক নম্বর সিএন্ডবি পোল এলাকায় অবরোধ চলাকালে তারা দাবি সংবলিত নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে। পরে জেলা প্রশাসনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার করায় পুলিশ।

শিক্ষা জীবন থেকে এক বছর পিছিয়ে পড়া উত্তরণে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা নেয়া, অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে বুয়েট সহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে শিক্ষার্থীদের দাবি পৌঁছে দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেবার দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুর ১টার দিকে পুলিশের সহায়তায় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো জেলা প্রশাসককে অবহিত করেন। শিক্ষার্থীরা অনতি বিলম্বে তাদের দাবিগুলোর যৌক্তিক সমাধান দাবি করেন। এর আগে একই দাবিতে গত ১৩ জানুয়ারি নগরীর সদর রোডে মানববন্ধন করে পলিটেকনিকের শিক্ষার্থীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন