মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা : বিশ্বে অভিবাসন কমেছে ৩০ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ৭:৩৭ পিএম

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী অভিবাসন কমেছে প্রায় ৩০ শতাংশ। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে অভিবাসন কমেছে প্রায় ২০ লাখ। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে বাসস জানিয়েছে, ২০২০ সালে বিশ্বে প্রায় ২৮ কোটি ১০ লাখ লোক নিজ দেশ ছেড়ে অন্য দেশে আবাস গড়েছে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ রিপোর্টে এ কথা বলা হয়েছে।

‘আন্তর্জাতিক অভিবাসন ২০২০’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধিত দুই-তৃতীয়াংশ অভিবাসী মাত্র ২০টি দেশে বসবাস করছে। এর মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক ৫ কোটি ১০ লাখ অভিবাসী বাস করছে। জার্মানীতে ১ কোটি ১৬ লাখ, সউদী আরবে ১ কোটি ৩০ লাখ, রাশিয়ায় ১ কোটি ২০ লাখ এবং ব্রিটেনে ৯০ লাখ অভিবাসী রয়েছে।

এছাড়াও ২০২০ সালে আন্তর্জাতিক অভিবাসীর একটা বৃহৎ অংশ মোট ৮ কোটি ৭০ লাখ ইউরোপে আবাস গড়েছে। ২০২০ সালে ভারত থেকে সবচেয়ে বেশি লোক অন্য দেশে বসবাস করতে গেছে। এ সংখ্যা ১ কোটি ৮০ লাখ। এরপরেই রয়েছে মেক্সিকো ও রাশিয়ার অবস্থান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন