বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রংপুরে অবরোধ-বিক্ষোভ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কাচারি বাজারে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে রাস্তা অবরোধ করে সেখানেও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, করোনার দোহাই দিয়ে ক্লাস পরীক্ষা না নিয়ে উপরন্তু ফি বাড়ানো হয়েছে। আগামীতে কোন পরীক্ষা গ্রহণের কোন উদ্যোগ না থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। এ অবস্থায় আন্দোলনে নামা ছাড়া কোন উপায় নেই তাদের। তাদের দাবি- ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। সেশন জট নিরসন ও শর্ট সিলেবাসে ক্লাস চালু করতে হবে। অবিলম্বে এসব দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন