শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় ভাঙারহাট বাজারে অগ্নিকান্ডে ১২ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ১০:৪৬ পিএম | আপডেট : ১১:৫৫ পিএম, ১৬ জানুয়ারি, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাংঙ্গারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শনিবার রাত ৮ টায় উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে হালদার ইলেকট্রনিক্স নামের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় সেখান থেকেই দ্রুত পাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে গলির সবগুলো দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

খবর পেয়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাহফুজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) মহসীনউদ্দিন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। এ সময় ভাঙারহাট বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন আগুনে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে গিয়ে আমাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন