ভোলার দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটে ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কহিনুর নামে এক মহিলার বাম পা বিচ্ছিন্ন হয়েছে। পা হারানো মহিলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের ফরাজী বাড়ির ছালাউদ্দিনের স্ত্রী।
শনিবার(১৬ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে লঞ্চঘাটের পল্টুনে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিলো। তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে গিয়ে ওই মহিলা দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতখান হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে রেফার্ড করেছেন।
ফারহান-৫ লঞ্চের পরিদর্শক নাজমুল জানান, ওই সময় ঘাটে অনেক যাত্রী ছিলো। ভিরের মধ্যে তড়িঘড়ি করে লঞ্চে উঠতে দিয়ে এ ঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন