শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাতারে দূতাবাস খুলছে সউদি আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১:৪৩ পিএম

খুব শিগগির কাতারে দূতাবাস খুলছে সউদি আরব। এর মধ্য দিয়ে উপসাগরীয় এ দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিবাদের অবসান ঘটতে যাচ্ছে। সউদি পররাষ্ট্রমন্ত্রী পিন্স ফয়সাল বিন ফারহান শনিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা কয়েক দিনের মধ্যেই যাতে দোহায় আমাদের দূতাবাসটি খুলে দিতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করেছি। এ সময় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী আয়মান সাফাদিও তার সঙ্গে ছিলেন।

সউদি পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এখন থেকে আমরা কাতার সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক জোরদার করবো।

এর আগে গত ৫ জানুয়ারি সউদি আরবে উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতা হয় সউদি আরব, মিসর, আরব আমিরাত ও বাহরাইনের।

সূত্র: ইয়েনি সাফাক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন