বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অক্সফোর্ডের ভ্যাকসিনকে অনুমোদন দিলো পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ৬:৪৬ পিএম

ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। গত শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফয়সাল সুলতান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় দ্রুত টিকা ব্যবহারের অনুমোদন দেয় পাক ড্রাগ রেগুলেটরি অথোরিটি। প্রতিবেশী ভারতে টিকাদান কর্মসূচি শুরুর দিন এ পদক্ষেপ নিলো পাকিস্তান। স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন দেশ ও উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে পাকিস্তান সরকার। এর মধ্যে চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজের পাশাপাশি কোভ্যাক্স ফ্যাসিলিটির ভ্যাকসিন কেনা হবে। চীনের ক্যানসিনোবায়োর টিকা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ড্রাগ রেগুলেটরি অথরিটির একটি সূত্র। দেশটি কয়েকটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের জন্য গত ডিসেম্বরে সর্বপ্রথম অনুমোদন দেয় যুক্তরাজ্য। পরে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে উৎপাদিত একই টিকা অনুমোদন দেয় ভারতও। বাংলাদেশেও এই টিকার অনুমোদন দেয়া হয়েছে। সেই লক্ষ্যে সেরামের সঙ্গে চুক্তি করেছে সরকার। সূত্র: রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন