রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এল্টন জনের অনুপ্রেরণায় স্পাইস গার্লস ছেড়েছিলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

একসময়ের জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম জানিয়েছেন কিংবদন্তীতুল্য গায়ক এল্টন জনের অনুপ্রেরণায় তিনি জনপ্রিয় অলগার্ল ব্যান্ড স্পাইস গার্লস ছেড়েছিলেন। ভিক্টোরিয়া সঙ্গীত ছেড়ে ফ্যাশন ডিজাইনিংয়ে সাফল্য লাভ করেন। ভিক্টোরিয়া স্পাইস গার্লস ব্যান্ড দিয়েই খ্যাতি অর্জন করেন। ব্যান্ডটি ভেঙে যাবার পর বারবার রিইউনিয়নের গুজব ও চেষ্টা হয়েছে, তবে ভিক্টোরিয়া আর ব্যান্ডে ফেরেননি তাই পুরো ব্যান্ড ২০০১-এর পর আর একসঙ্গে পারফর্ম করেনি, শুধু ২০১২’র লন্ডন অলিম্পিক ছাড়া। তিনি সম্প্রতি ভোগ সাময়িকীতে ভবিষ্যতের ভিক্টোরিয়াকে লেখা নিজের একটি চিঠিতে ব্যান্ড ছাড়ার কারণ লিখেছেন। তিনি লিখেছেন : “সেসব দিনের কথা মনে কর, যেদিন তোমার প্রিয় বন্ধু এল্টন জনকে লাস ভেগাসে পারফর্ম করতে দেখেছিলে। সে ‘টাইনি ডান্সার’ পারফর্ম করেছিল, যেন প্রথম বারের মত, তুমি সেসময় অনুভব করেছিলে তা ছিল তার জন্য অক্সিজেনের মত। সেটি ছিল জীবন বদলে দেবার মত মুহূর্ত-গান গাওয়া আর নাচা ছিল তোমার জন্য আনন্দদায়ক, তবে তা তোমার ভালবাসা ছিল না।” “সেই দিনই তুমি তোমার স্বপ্ন পূরণের অভিযান শুরু করেছিলে। সময়টা ছিল স্পাইস গার্লস ছাড়ার। সেই থেকে তুমি একা নিজের যাত্রা শুরু করেছিল। ভীতিকর ছিল কারণ তোমাকে সংজ্ঞায়িত করার অধ্যায়টি গুটাবার সময় ছিল সেটি।” ব্যান্ড ছেড়ে তিনি তার ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন ভিক্টোরিয়া। তিনি আরও লিখেছেন : “প্রথম তুমি ফ্যাশনে তোমার ভালবাসা খুঁজে পাও, তারপর সৌন্দর্য। তারপর কী? আমি জানতে মরিয়া।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন