বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশিষ্ট অভিনেতা ও মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলুঃ আর্থিক সহায়তা কামনা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু। করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও তাঁর ফুসফুসে সংক্রমণ ৭০ ভাগ ছাড়িয়ে গেছে। ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে থাকা এ অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক বলছেন, পরীক্ষায় নেগেটিভ আসলেও করোনা আক্রান্তের উপসর্গ এবং সাইটোকাইন স্ট্রোম ছড়িয়ে পড়ছে তার শরীরে। মজিবুর রহমান দিলুর স্ত্রী রানী জানান, গুলেনবারী সিনড্রোমে (জিবিএস) আক্রান্ত হয়ে বেশ কয়েক বছর বেকার ছিলেন দিলু। দুই ছেলে, এক মেয়ে নিয়ে তাদের সংসার চলছিল কোনমতে। তারা এখন চরম আর্থিক সংকটে আছেন। এই মুহূর্তে আইসিইউর খরচ বহন করা সম্ভব হচ্ছে না। পরিবারের পক্ষে জরুরী ভিত্তিতে আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তা কামনা করেছেন তিনি। একইসঙ্গে সামর্থ্যবানদের কাছে আর্থিক সহায়তা এবং সকলের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, আশি দশকে বিটিভিতে প্রচারিত শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনের নির্মিত ধারাবাহিক সংশপ্তক-এ মালু চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিরেন মজিবুর রহমান দিলু। অনেকে মালু নামেই চেনেন। দিলু প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার ড্রামা নামে একটি নাট্যগোষ্ঠী। নাট্যকার আতাউর রহমান তার বড় ভাই। দিলুর উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে আমি গাধা বলছি, নানা রঙ্গের দিনগুলি, জনতার রঙ্গশালা, নীল পানিয়া, আরেক ফালগুন, ওমা কী তামাশা ইত্যাদি। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় নাটক তথাপি, সময় অসময় ইত্যাদি। মজিবুর রহমান দিলু স্কুলে পড়ার সময়ই স্বাধিকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে যে মিছিলে গুলিতে আসাদ শহীদ হয়েছিলেন সেই মিছিলে তিনিও ছিলেন। ১৯৭০ সালে মেট্রিক পরীক্ষা দিয়েই যুদ্ধে চলে যান তিনি। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে ঢাকায় সরাসরি রণাঙ্গনে ছিলেন তিনি। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ছিলেন সেকেন্ড ইন কমান্ড। সেসময় তিনি ঢাকায় কয়েকটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন