বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রিকেটবরণে প্রস্তুত চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের চট্টগ্রাম পর্বে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া তিনদিনের একটি প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে। এ খেলাগুলো সুষ্ঠুভাবে সমাপ্তির লক্ষ্যে গতকাল আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা সিএমপি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সাংবাদিকদের বলেন, ২৩ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ দল চট্টগ্রামে আসবে। আমরা খেলাগুলো সফলভাবে সমাপ্তির জন্য নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। তিনি বলেন, করোনার কারণে দর্শক মাঠে থাকবে না। যারা দলে থাকবেন তাদের সাতদিন আগে থেকে কোয়ারেন্টিন, করোনা টেস্ট করানো হবে। ভেন্যুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা-নেয়ার ব্যাপারে নিরাপত্তা থাকবে। পুলিশ, র‌্যাব এবং অন্যান্য সংস্থার সদস্যরাও কাজ করবেন। উল্লেখ্য, ২৫ জানুয়ারি সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ফেব্রæয়ারি। এছাড়া তিনদিনের প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন