শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরামবাগকে উড়িয়ে মোহামেডানের শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:১৬ এএম

প্রতিবেশি আরামবাগ ক্রীড়া সংঘকে উড়িয়ে দিয়ে ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ৩-০ গোলে হারায় আরামবাগকে। বিজয়ী দলের হয়ে মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে, নাইজেরিয়ান মিডফিল্ডার অ্যাবিওলা নূরাত, স্থানীয় ফরোয়র্ড আমিনুর রহমান সজীব একটি করে গোল করেন।

রোববার ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একের পর এক গোল আদায় করে নেয় মোহামেডান। প্রতিবেশি দলটিকে একটুও সমীহ করেনি সাদাকালোরা। তদের খেলা দেখে মনে হয়েছে গোলক্ষুধা নিয়েই মাঠে নেমেছে ঐতিহ্যবাহীরা। ফলে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় তারা। তবে ৩ মিনিটে করা মোহামেডানের গোলটি অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি জালাল উদ্দিন। তবে ১৯ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় মোহামেডান। এসময় বাঁ প্রান্ত দিয়ে জাফর ইকবালের বাঁ পায়ের ক্রসে বক্সের মধ্যে থাকা মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের হেড চলে যায় আরামবাগের জালে (১-০)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৩০ মিনিটে দ্বিতীয় গোল পায় বিজয়ীরা। ডান প্রান্ত দিয়ে আতিকুজ্জামানের পাঁস খুজে নেয় নাইজেরিয়ান মিডফিল্ডার অ্যাবিওলা নূরাতকে। তিনি প্রতিপক্ষের বক্সের মধ্যে ঢুকে একজনকে কাটিয়ে আলতো টোকায় গোল করেন (২-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল পায় মোহামেডান। ম্যাচের ৪৬ মিনিটে সুলেমান দিয়াবাতের বাড়ানো বল আরামবাগের বক্সের মধ্যে পান আমিনুর রহমান সজীব। একজনকে কাটিয়ে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন এই ফরোয়ার্ড (৩-০)। তবে ৭৮ মিনিটে পেনাল্টি পেয়ে গোল করতে না পারায় হারের ব্যবধান কমাতে পারেননি আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্রিস্টোফার সিজোবা। তার শটের বল মাঠের বাইরে চলে গেলে হতাশ হয় আরামবাগ শিবির। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধারের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন