বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে নয় কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১১:২৮ এএম

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে নয় কোটি ছাড়িয়েছে।আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সোমবার সকাল পৌনে ১০টা পর্যন্ত মহামারীতে বিশ্বে আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। আর মারা গেছেন ২০ লাখ ৩৯ হাজার ৬০৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ছয় কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৭২৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৯৯৫। মৃত্যু হয়েছে চার লাখ সাত হাজার ১৬০ জনের।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৭২ হাজার ৬৭২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৫৬ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৯ হাজার ৮৬৮ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন