শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাজা শেষ হওয়ার দুইদিন আগেই কুুড়িগ্রাম কারাগারে কয়েদীর মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ৫:২৯ পিএম

সাজা শেষ হওয়ার দুইদিন আগেই পরপারে পাড়ি জমালেন অরবিন্দু চন্দ্র ওরফে বিন্দু মিস্ত্রি (৬৫) নামের এক বয়োঃবৃদ্ধ।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার হিন্দু পাড়া গ্রামের স্বর্গীয় কৈশাল চন্দ্রের পুত্র বিন্দু মিস্ত্রি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নেশাগ্রস্থ অবস্থায় শান্তি বিনষ্টের অপরাধে দোষী সাব্যস্ত হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে। ষাট ঊর্ধ্ব,
এই বৃদ্ধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের সাজা নিয়ে জনমনে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।

কুড়িগ্রাম কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, রোববার অরবিন্দু নামে এক কয়েদীর বুকে ব্যথা উঠলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সে মারা যায়। তার সাজা শেষ হওয়ার আর মাত্র ২দিন বাকি ছিল।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পুলক কুমার সরকার জানান, হাসপাতালে ভর্তি করার পরপরই অরবিন্দু মারা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন