মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘হোম অ্যালোন টু’ থেকে ট্রাম্পের দৃশ্য বাদ দেয়ার পক্ষে ম্যাকলে কালকিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অভিনেতা ম্যাকলে কালকিন তার অভিনয়ে ১৯৯২ সালের ব্লকবাস্টার ‘হোম অ্যালোন টু : লস্ট ইন নিউ ইয়র্ক’ থেকে ডনাল্ড ট্রাম্পের দৃশ্যটি সম্পাদনা করে বাদ দেয়াকে সমর্থন দিয়েছেন। বর্তমানে ৪০ বছর বয়সী কালকিন জনপ্রিয় ক্রিসমাস ফিল্মটিতে কেভিন ম্যাকঅ্যালিস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রতিনিধি সভাকক্ষে বিদায়ী প্রেসিডেন্টের দ্বিতীয়বার অভিশংসিত হবার প্রস্তাবের পর কালকিন তার ফিল্মটির একটি দৃশ্য থেকে ট্রাম্পকে বাদ দেয়া সম্পর্কে তার মত দেন। এক ভক্ত টুইট করেছে : “ডিজিটালি ‘হোম অ্যালোন টু’ থেকে ট্রাম্পকে বাদ দেয়ার আবেদন করছি।” কালকিন সাড়া দেন : “সমর্থন করছি।” আরেক ভক্ত নিজেই দৃশ্যটি থেকে ট্রাম্পকে বাদ দিয়ে তা টুইটারে শেয়ার করেন। “জনতার দাবিতে আমি ‘হোম অ্যালোন টু’ থেকে ট্রাম্পকে বাদ দিলাম।” এর জবাবে অভিনেতা টুইট করেছেন : “সাবাস।” চলচ্চিত্রটির একটি দৃশ্যে দেখা যায় নিউ ইয়র্ক প্লাজা হোটেলের লবিতে কালকিন রূপায়িত কেভিনের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য দেখা হয়। উল্লেখ্য, ১৯৮৮ থেকে ১৯৯৫ পর্যন্ত ট্রাম্প এই হোটেলের মালিক ছিলেন। গত নভেম্বরে ‘হোম অ্যালোন টু’র পরিচালক ক্রিস কলাম্বাস জানান ট্রাম্প তার হোটেলে শুটিং হচ্ছিল বলে গুন্ডামি করে তাতে অনুপ্রবেশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন