বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাক্টর মিছিলের মহড়া পাঞ্জাব কৃষকদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে লাল কেল্লার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতেই নাকি কৃষকেরা অভিযান চালানোর কথা বলছেন, এমন রটনা শোনা গেলেও কৃষকরা সাফ জানিয়েছেন যে তাঁদের এমন কোনও উদ্দেশ্য নেই। ৪০টি কৃষক সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটি ‘সংযুক্ত কিষাণ মোর্চা’ ওইদিন রাজপথে ট্রাক্টর মার্চ করার কথা জানিয়েছেন। রবিবার ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ তাকাইত বলেন, তারা ২০২৪ পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যেতে প্রস্তুত। দিল্লিতে এদিন এক যৌথ সাংবাদিক সম্মেলনে কৃষক নেতা বলেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনোরকম ব্যাঘাত ঘটানোর কোনও ইচ্ছা নেই। ৫০ কিলোমিটার জুড়ে ওই কিষাণ ট্রাক্টর মার্চ হবে শান্তিপূর্ণ। প্রত্যেকটি ট্রাক্টরে জাতীয় পতাকা উড়বে বলেও জানিয়েছেন তিনি। যেসব কৃষকেরা দিল্লি পৌঁছতে পারবেন না, তাঁতা নিজেদের গ্রামেই ট্রাক্টর র‌্যালি করবেন বলে জানিয়েছেন ওই নেতারা। কলকাতা২৪, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন